গাজীপুরে কারখানায় বিস্ফোরণ, ৪ শ্রমিক দ্বগ্ধ

গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক করাখানার কম্প্রেসার রুমে বিস্ফোরণ হয়ে চার শ্রমিক দগ্ধ হয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2018, 09:18 AM
Updated : 20 Sept 2018, 11:10 AM

উপঝেলার পূর্ব চান্দরা এলাকায় ‘এপেক্স স্পিনিং অ্যান্ড টেক্সটাইল মিলসে’ বৃহস্পতিবার সকালে বিস্ফোরণের এ ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার এসআই নাইয়েবুল ইসলাম জানান।

আহতরা হলেন- কারখানার নির্মাণ শ্রমিক রিপন হোসেন (৩০), গুলজার মিয়া (৫১), সায়েদ মিয়া (৩৮) ও জহিরুল ইসলাম(২৫)। 

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে বলে হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই মো.বাচ্চু মিয়া জানান।

কারখানার জিএম মেজবাহ উদ্দিন বলেন, সকালে কারখানার গ্যাসের কম্প্রেসার রুমের পাশে বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক কাজ করছিলেন। এ সময় রুমের মধ্যে বিস্ফোরণ হলে চার শ্রমিক দগ্ধ হন।

পরে কারখানার অন্যান্য শ্রমিকদের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলে জানান কারখানার এ কর্মকর্তা জানান।    

তিনি বলেন,“গ্যাসের লাইনের পাইপ লিকেজ হয়ে কম্প্রেসার রুমে গ্যাস জমে ছিল; এর মধ্যে কেউ সিগারেট ধরাতে গেলে সেখানে বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

এসআই নাইয়েবুল বলেন, কারখানার কম্প্রেসার রুমে বিস্ফোরণের কারণেই ওই শ্রমিকরা দগ্ধ হয়েছেন বলে তারা ধারণা করছেন। তারপরও ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।