হাতিয়ায় জিপ-বাইক সংঘর্ষে মাদ্রাসা অধ্যক্ষ নিহত, সড়ক অবরোধ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জিপ ও মোটরসাইকেলের ঘর্ষে এক মাদ্রাসা অধ্যক্ষ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নোয়াখালী  প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2018, 07:00 AM
Updated : 20 Sept 2018, 07:26 AM

উপজেলার চৌমুহনী বাজার এলাকার নলচিরা-জাহাজমারা সড়কে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনার পর থেকে বিক্ষুদ্ধ জনতা ওই সড়ক অবরোধ করে রেখেছে।

নিহত মাওলানা মাকসুদুল হক (৪৯) তবারকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ বলে হাতিয়া থানার ওসি কামরুজ্জামান শিকদার জানান।

আহত আজিজুর রহমান ওই মাদ্রাসার সহকারী শিক্ষক। তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি কামরুজ্জামান বলেন, মাকসুদ ও আজিজ একটি মোটর সাইকেলে করে মাদ্রাসায় যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী জিপের সঙ্গে মোটরসাইলটির মুখোমুখি সংর্ঘষ হয়।

“এতে ঘটনাস্থলেই মাকসুদুলের মৃত্যু হয়।”

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা জিপটি আটক করে আগুন ধরিয়ে দেয় এবং চৌমুহনী বাজার এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে বলে এ পুলিশ কর্মকর্তা  জানান।