দোহারে তরুণকে পিটিয়ে হত্যা

পারিবারিক বিরোধের জেরে ঢাকার দোহার উপজেলায় এক তরুণকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2018, 06:07 PM
Updated : 19 Sept 2018, 06:07 PM

দোহার থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, শাইনপুকুর এলাকায় বুধবার সন্ধ্যার একটু আগে এ ঘটনা ঘটে।

নিহত ফয়সাল শেখ (১৮) উপজেলার মুকসুদপুরের শান্তিনগরের মজনু শেখের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফয়সালের বড় ভাইয়ের প্রাক্তন স্ত্রী মুন্নির পরিবারের সাথে তাদের পূর্ব শত্রুতা ছিল। স্থানীয় একটি ফুটবল খেলার মাইকিং করতে বুধবার বিকালে ফয়সাল শাইনপুকুর এলাকায় গেলে ওই পরিবারের লোকজন তাকে ধরে রাস্তায় প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করে।

“পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ওসি বলেন, হাসপাতাল থেকে লাশ নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানা হেফাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ওসি সাজ্জাদ বলেন, যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে। পূর্ব শত্রুতার বিরোধে ফয়সালকে তার ভাইয়ের প্রাক্তন স্ত্রীর পরিবারের লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে নিহতের পরিবার দাবি করেছে।

ঘটনার তদন্ত চলছে ও এ ঘটনায় নিহতের পরিবার থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।