কাপাসিয়ায় শিক্ষার্থীদের ৪ ঘণ্টা সড়ক অবরোধ

বাসের ধাক্কায় ছয় শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে চার ঘণ্টা অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2018, 04:13 PM
Updated : 19 Sept 2018, 05:57 PM

বুধবার কলেজের সামনে এ অবরোধ চলাকালে কাপাসিয়ার শরীফ মোমতাজউদ্দীন আহমদ কলেজের শিক্ষার্থীরা আট দফা দাবি দেন।

পরে পরিবহন মালিক ও নেতারা আট দফা দাবি মেনে নিলে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেন।

কলেজটির অধ্যক্ষ মোহাম্মদ তাজউদ্দীন বলেন, মঙ্গলবার দুপুরে কলেজ শেষে কয়েক শিক্ষার্থী বাসের জন্য কলেজের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় গাজীপুর থেকে আসা রাজদূত পরিবহনের পথের সাথী নামের একটি বাসের ধাক্কায় ছয়জন শিক্ষার্থী আহত হন।

আহতরা হলেন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুল গফুর, আশরাফুল, পারভেজ, অমিত, শরীফুল ও রাতুল আহত হয়।

আহতদের মধ্যে আব্দুল গফুর ও আশরাফুলকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান কলেজের অধ্যক্ষ।

গাজীপুর আন্তঃজেলা সড়ক পরিবহনের যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন বলেন, আহতদের চিকিৎসা খরচ, কলেজ এলাকায় গাড়ির গতি ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার রাখাসহ শিক্ষার্থীদের আট দফা দাবি মেনে নেওয়া হয়েছে।