ফরিদপুরে ভাই-ভাতিজার বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

ফরিদপুরের সালথা উপজেলায় এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় তার ভাই ও ভাতিজার বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2018, 12:28 PM
Updated : 19 Sept 2018, 12:28 PM

সালথা থানার ওসি দেলোয়ার হোসেন জানান, উপজেলার বিভাগদী গ্রামের একলাস মাতব্বরের ছেলে অলিয়ার মাতুব্বর (৩৯) বুধবার সকালে নিহত হন।

ঘটনার পর থেকে অলিয়ারের ভাই কবির মাতব্বর (৪৩) ও তার ছেলে মুজাহিদ পলাতক রয়েছেন বলে পুলিশের ভাষ্য।

এলাকাবাসী জানান, একটি তালগাছের মালিকানা নিয়ে কবির ও অলির মধ্যে বিরোধ চলছে। এ নিয়ে বিরোধের জেরে বুধবার সকালে তাদে মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে কবির ও তার ছেলে মুজাহিদ তাকে কাঠ দিয়ে পিটিয়ে আহত করেন।

আহত অলিকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে বিকাল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

ওসি দেলোয়ার বলেন, অলির মৃত্যুর খবর শোনার পর তার বড় ভাই কবির ও তার ছেলে মুজাহিত পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।