গাজীপুরে পথহারা ভাই-বোনের স্বজনের খোঁজ

গাজীপুরে পথহারা সেই দুই ভাই-বোনকে খুঁজে পেয়েছেন তাদের স্বজনরা।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2018, 01:27 PM
Updated : 18 Sept 2018, 01:27 PM

মঙ্গলবার টঙ্গীর শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র থেকে তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

কেন্দ্রের প্রকল্প উপ-পরিচালক সৈয়দা হাসিনা বেগম শিশুদের স্বজনদের বরাতে বলেন, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রাজভারিকেল গ্রামের নজরুল ইসলামের স্ত্রী পারভীন দুই সন্তান সুমাইয়া (৯) ও রাব্বীকে (৫) নিয়ে গত রোববার গাজীপুরে এক আত্মীয়বাড়ি বেড়াতে যাচ্ছিলেন।

“চান্দনা চৌরাস্তা মোড়ে বাস থেকে নেমে তিনি দুই সন্তানকে রাস্তার পাশে রেখে খাবার কিনতে যান। ফিরে এসে তাদের আর পাননি।”

পারভিন তার সন্তানদের দাঁড় করিয়ে রাখার জায়গাটি চিনতে পারেননি নাকি সন্তানরা মাকে খুঁজতে গিয়ে হারিয়ে যায় সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি হাসিনা বেগম।

শিশুদের স্বজনদের বরাতে তিনি বলেন, তাদের মধ্যে সুমাইয়া বুদ্ধিপ্রতিবন্ধী আর রাব্বী কিছুটা বাকপ্রতিবন্ধী। রাত হয়ে গেলেও মাকে না পেয়ে তারা কান্নাকাটি শুরু করে। এ সময় বিউটি নামে এক নারী তাদের উদ্ধার করে পুলিশে দেন।

শিশুরা তাদের বাবার নাম জানালেও ঠিকানা বলতে পারেনি। পরে বাসন থানার পুলিশ তাদের টঙ্গীর শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পাঠায়।

সোমবার এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে খবর প্রকাশিত হলে শিশুদের স্বজনরা ওই কেন্দ্রে গিয়ে তাদের নিয়ে যান।

হাসিনা বলেন, মঙ্গলবার শিশুরা তাদের বাবা ও চাচাদের কাছে পেয়ে আবেগে জড়িয়ে ধরে কান্না শুরু করে। পরে তাদের পরিচয় নিশ্চিত হয়ে বাবা-চাচার কাছে হস্তান্তর করে কেন্দ্র কর্তৃপক্ষ।