মন্ত্রণালয়ের ‘বরখাস্ত’ কর্মকর্তা ইয়াবাসহ আটক 

যশোরে এক হাজার একশ ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ তিনজনকে আটক করেছে, যাদের মধ্যে আইন মন্ত্রণালয়ের ‘বরখাস্ত’ এক কর্মকর্তাও রয়েছেন।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2018, 01:17 PM
Updated : 18 Sept 2018, 01:21 PM

যশোর কোতয়ালি থানার ওসি অপূ্র্ব হাসান বলেন, সোমবার মধ্যরাতে যশোর শহরতলীর ঝুমঝুমপুরের উত্তরপাড়ার একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন এসএম ফরিদ আহমেদ, তামান্না আক্তার পলি ও আল আমিন।  
ওসি অপূ্র্ব বলেন, মধ্য রাতে এসএম ফরিদ আহমেদের কাছ থেকে ৭০০টি, পলির কাছ থেকে ৩০০টি এবং আল-আমিনের কাছ থেকে ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ফরিদ আহমেদের কাছে আইন মন্ত্রণালয়ের একটি পরিচয়পত্র পাওয়া গেছে। তিনি নিজেকে ওই মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা বলে পরিচয় দিয়েছেন। এছাড়া পলিকে তার স্ত্রী ও আল আমিনকে শ্যালক বলেও পরিচয় দেন।
ওসি আরও জানান, ফরিদ নিয়মিত কক্সবাজার যান। সেখান থেকে ইয়াবা ট্যাবলেট এনে যশোরে পলি ও আল আমিনের মাধ্যমে বিক্রি করান। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের ব্যাপ্যারে খোঁজ নেওয়া হচ্ছে।

এদিকে, থানায় অবস্থানকালে ফরিদ বলেন, তিনি দুই মাস ধরে চাকরি থেকে বরখাস্ত রয়েছেন।