ব্যবসায়ীর বাড়িতে হতদরিদ্রের ১০ টন চাল

রংপুরে এক ব্যবসায়ীর বাড়ি থেকে হতদরিদ্রের মাঝে বিক্রির জন্য বরাদ্দ ১০ মেট্রিকটন চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2018, 12:38 PM
Updated : 18 Sept 2018, 12:38 PM

সোমবার মিঠাপুকুরের দুর্গাপুর ইউনিয়নের দুলহাপুর গ্রামে চাল ব্যবসায়ী সৈয়দ আলীর বাড়িতে এ অভিযান চালানো হয় বলে ইউএনও মামুন অর রশীদ জানিয়েছেন।

তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

ইউএনও মামুন বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে সোমবার রাত ১০টার দিকে সৈয়দ আলীর বাড়ির গুদামে অভিযান চালানো হয়।  

“উদ্ধারকৃত চাল উপজেলা পরিষদে এনে রাখা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার বলেন, “উদ্ধার করা চালগুলো হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য বরাদ্দ।

“প্রতিটি বস্তায় সরকারি খাদ্য গুদামের সিল মারা রয়েছে।”

ব্যবসায়ী সৈয়দ আলী বলেন, “আমি বৈধভাবে সরকারি প্রকল্পের দেওয়া চাল বরাদ্দের ডিও কিনে থাকি। যে চালগুলো জব্দ করা হয়েছে সেগুলোও ডিও কেনার মাধ্যমে নিয়ে গুদামজাত করেছি।”

মিঠাপুকুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খাদেমুল ইসলাম হিরু বলেন, উদ্ধার করা চালগুলোর বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।

“আসলে সুবিধাভোগীরা ১০ টাকা কেজি দরের মোটা চাল নিজেরা না খেয়ে বাইরে বিক্রি করে দেন। উদ্ধার করা চালগুলো সে চালই কিনা সেটা খতিয়ে দেখতে হবে।”