ভারতে সোনা পাচারের চেষ্টা, বেনাপোলে আটক ১

ভারতে সোনা পাচারের চেষ্টার সময় যশোরের বেনাপোল থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2018, 08:43 AM
Updated : 18 Sept 2018, 12:14 PM

বেনাপোল শুল্ক গোয়েন্দা শাখার ডেপুটি কমিশনার নিপুণ চাকমা জানান, মঙ্গলবার সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শূন্যরেখা থেকে তাকে আটক করা হয়।

আটক মাসুদুর রহমান পবন (৫০) কুমিল্লার দাউদকান্দি উপজেলার চান্দেরচর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

ডেপুটি কমিশনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনার চালান নিয়ে এক ব্যক্তি চেকপোস্টে অবস্থান করছেন এমন গোপন খবর পেয়ে শুল্ক গোয়েন্দারা অভিযান চালান।

“পবনের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে তারা আটক করেন। পরে তার পায়ুপথ থেকে আটটি সোনার বার উদ্ধার করা হয়। আটক স্বর্ণের ওজন ৭৯৫ গ্রাম।”

তাকে বেনাপোল বন্দর থানায় আর উদ্ধার করা সোনা বেনাপোল শুল্কভবনে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।