আশুলিয়ায় লেগুনা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

ঢাকার আশুলিয়ায় দোকানের সামনে লেগুনা পার্ক করার জেরে চালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2018, 07:29 AM
Updated : 18 Sept 2018, 07:29 AM

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, মঙ্গলবার সকালে আশুলিয়ার নিরিবিলি এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত আসলাম হোসেন (৪৫) মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার রশিদ পাঠানের ছেলে। পরিবার নিয়ে নিরিবিল এলাকায় ভাড়া বাসায় থেকে লেগুনা চালিয়ে জীবিকা চালাতেন তিনি।

এলাকাবাসী জানান, আসলাম প্রতিদিন রাতে নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে লেগুনা পার্ক করে বাসায় যান। সোমবার রাতে মেসার্স জুয়েল স্ট্রিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামের একটি দোকানে সামনে পার্ক করেন। সকালে দোকানের মালপত্র বের করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। এ নিয়ে দোকানি জাকির ও তার ভাই রুবেলের সঙ্গে আসলামের বাগবিতণ্ডা হয়। পরে দুই ভাই তাকে রড দিয়ে পিটিয়ে আহত করেন।

তাকে গণ্যস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আসলামের ভাই সোহেল অভিযোগ করেন, তার ভাইকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

পরিদর্শক জাবেদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। খুনি গ্রেপ্তারের চেষ্টাসহ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।