পাবনায় ‘বন্দুকযুদ্ধে চরমপন্থি’ নিহত

পাবনার আটঘরিয়া উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘চরমপন্থি’ নেতা নিহত হয়েছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2018, 04:16 AM
Updated : 18 Sept 2018, 05:18 AM

উপজেলার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কৈজুরী গ্রামে মঙ্গলবার ভোরে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে আতাইকুলা থানার ওসি মাসুদ রানা জানান।

নিহত কুরবান আলী (৩০) ওই উপজেলার যাত্রাপুর গ্রামের কিয়াম উদ্দিন ওরফে আদুর ছেলে।

পুলিশের দাবি, কুরবান চরমপন্থি সংগঠন নকশাল বাহিনীর আঞ্চলিক নেতা। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে আটঘরিয়া ও আতাইকুলা থানায় মামলা রয়েছে।

ওসি মাসুদ রানা বলেন, কৈজুরী গ্রামের শ্মশানের পাশে একদল সন্ত্রাসী গোপন বৈঠক করছে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি করে।

“এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কুরবানকে মৃত ঘোষণা করেন।”

গোলাগুলির সময় চার পুলিশ সদস্য আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে ওসির ভাষ্য।

এছাড়া ঘটনাস্থল থেকে একটি রিভলবার, চার রাউন্ড গুলি, দুটি কার্তুজের খোসা, ২০টি ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।