শেরপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

শেরপুরে একটি হত্যা মামলায় দুই সহোদরসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2018, 03:28 PM
Updated : 17 Sept 2018, 03:28 PM

সোমবার শেরপুরের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। মামলার আরও সাত আসামিকে খালাস দিয়েছে আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শেরপুরের নকলা উপজেলার ছত্রকোণা গ্রামের আজগর আলীর দুই ছেলে ওয়াজকরনী (৩৩) ও বেলাল হোসেন (৩৬) এবং একই গ্রামের সেকান্দর আলীর ছেলে সবুজ (৩৩)।

সাজাপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও চার মাস সশ্রম কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়।

আদালতের এপিপি মঞ্জুরুল ইসলাম মামলার বরাত দিয়ে বলেন, ২০১০ সালে শেরপুরের নকলা উপজেলার ছত্রকোণা গ্রামে পূর্বশক্রতার জেরে আজগর আলী গংরা একই গ্রামের হাসমত আলীর ছেলে আব্দুল মোতালেবকে হত্যা করেন।

নিহতের বড়ভাই খোরশেদ আলম বাদী হয়ে ১৫ জনকে আসামি করে নকলা থানায় মামলা দায়ের করেন।

এপিপি আরও বলেন, তদন্ত শেষে ১০ জনকে আসামি করে এবং পাঁচ জনকে মামলা থেকে অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।  

মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক সাত আসামিকে খালাস দেন।

খালাসপ্রাপ্তরা হচ্ছেন একই জেলার সেকান্দর আলী ওরফে সেগাম, আজাহার আলী, আন্তাজ আলী, রেজাউল, মিজানুর রহমান মামুন, জালাল উদ্দিন ও রাজু।