মেহেরপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

মেহেরপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মিজানুর রহমান রিপন হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2018, 03:16 PM
Updated : 17 Sept 2018, 03:16 PM

মেহেরপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ স্পেশাল ট্রাবুন্যালের বিচারক নুরুল ইসলাম সোমবার এ রায় দেন।

এছাড়া দণ্ডিতদের এক লাখ টাকা করে জরিমানাও দিতে হবে, যা অনাদায়ে প্রত্যেককে আরও দুই বছর করে কারাভোগ করতে হবে।

দণ্ডিতরা হলেন মেহেরপুর শহরের আব্দুল হালিম, রাহিদুল ইসলাম ওরফে আকাল এবং গাংনী উপজেলার মাসুদ ও লাল্টু।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১১ সালে ১ এপ্রিল মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়ে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রাজধানী স্টোরে বসে গল্প করছিলেন পৌরসভার সাবেক প্যানেল মেয়র যুবলীগ নেতা মিজানুর রহমান রিপন। এই সময় দৃর্বৃত্তরা বোমা হামলা চালালে বোমায় প্যানেল মেয়রসহ চার জন আহত হন।

পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৮ এপ্রিল রিপন মারা যান।

রিপনের বাবা আব্দুল হালিম ঘটনার পরদিন সদর থানায় পৌরসভার কাউন্সিলর আব্দুল্লাহ আল-মামুন বিপুলকে আসামি করে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।

২০১৪ সালে এসআই সবুজিআদালতে অভিযোগপত্র দেন। মামলায় ৩২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।