নারায়ণগঞ্জে ‘নিখোঁজ’ সেই ছাত্রদল নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে; যাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ রয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2018, 10:31 AM
Updated : 17 Sept 2018, 10:31 AM

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সোমবার ভোরে দাপা ইদ্রাকপুর এলাকায় সাহারা সিটি সেন্টারের সামনে ফতুল্লা থানার পুলিশ তাকে ধাওয়া করে অস্ত্রসহ গ্রেপ্তার করে।

রনির পরিবার অভিযোগ করে আসছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানী ঢাকার পল্টন এলাকা থেকে রনিকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়।

পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।

পুলিশ কর্মকর্তা মনিরুল বলেন, “ফতুল্লা থানার পুলিশ টহল দেওয়ার সময় তিন লোককে সন্দেহবশত চ্যালেঞ্জ করে। তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও রনি আটক হন।

“রনির শরীর তল্লাশি করে তিনটি গুলিসহ একটি বিদেশি পিস্তল পাওয়া গেছে। নিখোঁজের খবর পাওয়ার পর থেকে পুলিশ তাকে খুঁজছিল। তিনি হয়ত ইচ্ছেকৃতভাবে লুকিয়ে ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

রনির বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় নাশকতা ও বিস্ফোরকদ্রব্য বিষয়ে সাত-আটটি মামলা রয়েছে বলে তিনি জানান।