গোপালগঞ্জে বাস-বাইক সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ বাসযাত্রী।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2018, 04:17 AM
Updated : 17 Sept 2018, 02:12 PM

সোমবার সকালে উপজেলার ধোপাভিটায় মুকসুদপুর-বরইতলা সড়কে এ দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছিলেন। পরে আরেকজনের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত ইয়াছিন (২৮) মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের নওহাটা গ্রামের ফরিদের ছেলে এবং মিরাজ দাড়িয়া (৩৫) মাদারীপুরের রাজৈর উপজেলার মহিষমাড়ি গ্রামের কাশেম দাড়িয়ার ছেলে।

দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদেরকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা য়ায়নি।

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা বলেন, সকাল সোয়া ৭টার দিকে মুকসুদপুরগামী একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

“এ সময় মোটর সাইকেলটি বাসের চাকার নিচে চলে যায় এবং ঘটনাস্থলেই এর তিন আরোহীর মধ্যে একজনের মৃত্যু হয়।”

পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেলে অন্তত ২০ যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বলে ওসি মোস্তফা জানান।

মুকসুদপুর থানার এসআই নব কুমার ঘোষ বলেন,  মোটর সাইকেলের বাকি দুই আরোহী মিরাজ ও জিরু শেখকে (৩০) আহত অবস্থায়  ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখান থেকে মিরাজকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান বলে জানান এই পুলিশ কর্মকর্তা।