নাটোরে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে র‌্যাবের গুলিতে মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2018, 03:50 AM
Updated : 17 Sept 2018, 03:50 AM

র‌্যাব নাটোর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত দেড়টার দিকে উপজেলার কাটাশকোল আখক্রয় কেন্দ্রের পাশে গোলাগুলির ওই ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম (৩২) বড়াইগ্রাম উপজেলার বালিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

বড়াইগ্রাম থানার ওসি দীলিপ কুমার দাস বলছেন, সিরাজুল এলাকার ‘চিহ্নিত মাদক বিক্রেতা’। তার বিরুদ্ধে নাটোরের বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাটাশকোল আখক্রয় কেন্দ্রের পাশে কয়েকজন মাদক বিক্রেতার অবস্থানের খবরে র‌্যাব সদস্যারা সেখানে অভিযানে যায়।

“এ সময় মাদক বিক্রেতারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করলে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক বিক্রেতারা পিছু হটলে ঘটনাস্থলে একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।”

তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সিরাজুলকে মৃত ঘোষণা করেন বলে সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।