সাভারে ফুটবল খেলায় সংঘর্ষে আহত ২০

সাভারে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় দুই স্কুল ছাত্রকে আটক করেছে পুলিশ।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2018, 04:05 PM
Updated : 15 Sept 2018, 04:05 PM

শনিবার সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ  ঘটনা ঘটে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সাভার মডেল থানার ওসি আবদুল আউয়াল বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭’ এর ফাইনাল খেলা চলছিল বিকালে।

সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে এ খেলায় আশুলিয়া ইউনিয়নের বিপক্ষে খেলছিল সাভার পৌরসভা।

ওসি বলেন, খেলা চলাকালে সাভার পৌরসভার এক খেলোয়ার হাত দিয়ে বল ধরলেও তা রেফারি আমলে না নেওয়ার অভিযোগ তুলে একদল দর্শক তার উপর হামলা করে। এরপর দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।  

পরে মাঠে থাকা র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানান ওসি আওয়াল।

এদিকে আশুলিয়া ইউনিয়ন শেষ পর্যন্ত না খেললেও প্রশাসন সাভার পৌরসভাকে বিজয়ী ঘোষণা করে।

ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি আউয়াল।