বগুড়ায় জামায়াতের ২২ নেতা-কর্মী আটক

বগুড়ায় জামায়াতের ২২ নেতা-কর্মীকে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে আটক করেছে পুলিশ; যাদের মধ্যে ছয়জন নারী।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2018, 03:53 PM
Updated : 14 Sept 2018, 03:53 PM

সদর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি নূরে আলম ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ও বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তারা বগুড়া শহরের কাটনারপাড়া আলোমেলা স্কুলের পাশের সুলতানের বাড়ি ও বিজরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যন আনোয়ার হোসেনের বাড়িতে বসে নাশকতা সৃষ্টির পরিকল্পনার জন্য বৈঠক করছিলেন বলে পুলিশের ভাষ্য।

পরিদর্শক কামরুজ্জামান বলেন, নারী নেতা-কর্মীদের আটক করা হয়েছে সুলতানের বাড়ি থেকে।

“তারা নাশকতা সৃষ্টির পরিকল্পনার জন্য বৈঠক করছিলেন।”

আর পুরুষ নেতা-কর্মীদের আনোয়ার হোসেনের বাড়ি থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি নূরে আলম ছিদ্দিকী।

তিনি বলেন, “তারাও নাশকতা সৃষ্টির পরিকল্পনার জন্য বৈঠক করছিলেন।”

আটক সবার বিরুদ্ধে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে মামলা করা হবে বলে পুলিশ জানিয়েছে।