খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে পিস্তলসহ আটক ১

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে পিস্তলসহ এক ইউপিডিএফ সদস্যকে আটক করেছে বলে পুলিশ জানিয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2018, 12:45 PM
Updated : 14 Sept 2018, 12:45 PM

দীঘিনালা থানার ওসি আব্দুস সালাম বলেন, “সম্প্রতি পাহাড়ে বিভিন্ন আঞ্চলিক দলগুলোর মধ্যে আধিপত্য বিস্তার চেষ্টার জেরে প্রতিনিয়ত সংঘর্ষ চলছে। চাঁদাবজি, অস্ত্রবাজি হচ্ছে। এসব বন্ধ করতে ও অবৈধ অস্ত্র উদ্বারের জন্য সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সমন্বয়ে গঠিত যৌথ দল অভিযান চালাচ্ছে।”

গোয়েন্দা তথ্যের ভিওিতে দীঘিনালা উপজেলার বাবুছড়া কার্বারি টিলায় বৃহস্পতিবার রাতে একটি অভিযান চালানো হয় জানিয়ে তিনি বলেন, এ সময় ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সদস্য সাধন চাকমাকে (৪০) গ্রেপ্তার করা হয়।

“তার কাছ থেকে আমেরিকান একটি অত্যাধুনিক পিস্তল ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তাছাড়া বালু চাকমা (৪৫) নামে এক চাঁদাবাজকে গুলি করলেও তিনি পালিয়ে যেতে সক্ষম হন।”