রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি নিহত

রংপুর নগরীতে কথিত বন্দুকযুদ্ধে র‌্যাবের গুলিতে একজন নিহত হয়েছেন; যার বিরুদ্ধে মাদকসহ এক ডজনেরও বেশি মামলা রয়েছে।      

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2018, 05:08 AM
Updated : 14 Sept 2018, 05:08 AM

নগরীর ১২ নম্বর ওয়ার্ডের রাধাকৃষ্ণপুর রহমতপাড়ায় বৃহস্পতিবার রাত ৩টার দিকে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক এএসপি খন্দকার গোলাম মোর্তুজা জানান।

নিহত শওকত হোসেন ঘুঘু ওরফে শওকত ঘুঘু (৩৮) ওই ওয়ার্ডের দেওডোবা ডাঙ্গিরপাড় এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

র‌্যাব বলছে, ঘুঘু ‘চিহ্নিত মাদক কারবারী’ এবং তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা,মাদক ও ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১৩টি মামলা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গোলাম মোর্তুজা বলেন, “রাধাকৃষ্ণপুর রহমতপাড়ায় মাদক কেনাবেচার খবরে সেখানে অভিযান চালায় র‌্যাব। এ সময় মাদক বিক্রেতারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে; র‌্যাবও পাল্টা গুলি করে। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।”

পরে ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ২৫ বোতল ফেন্সিডিল ও ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।

রংপুর কোতোয়ালি থানার ওসি মুক্তারুল আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।