বগুড়ায় গ্যারেজ মালিককে ‘পিটিয়ে হত্যা’, বাবা-ছেলে গ্রেপ্তার

বগুড়ায় এক গ্যারেজ মালিককে পিটিয়ে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2018, 02:53 PM
Updated : 13 Sept 2018, 02:53 PM

বৃহস্পতিবার সদর উপজেলার যশোপাড়া বাজারে এ ঘটনা ঘটে বলে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান।

নিহত রাজা মোল্লা (৬০) যশোপাড়া এলাকার একটি রিকশা গ্যারেজের মালিক।

সনাতন চক্রবর্তী জানান, যশোপাড়া গ্রামের রিকশা চালক ইলিয়াস আলী (৫৫) প্রতি রাতে তার রিকশাটি বাজারে রাজা মোল্লার গ্যারেজে রাখেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে গ্যারেজে রিকশা নিতে গেলে রাজা মোল্লা গ্যারেজ ভাড়া ৪০ টাকা চাইলে টাকা ইলিয়াস দিয়েছে বলে জানান।

“এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায় ইলিয়াসকে মারপিট করেন রাজা মোল্লা। বাসায় ফিরে ইলিয়াস তার ছেলে রবিউলকে (২৫) ঘটনাটি জানান।”

সনাতন বলেন, এরপর রবিউল বাড়ি থেকে লোহার রড নিয়ে যশোপাড়া গ্যারেজে যান এবং রাজা মোল্লাকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে ইলিয়াস ও ছেলে রবিউল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টায় রাজা মোল্লা মারা যান। খবর পেয়ে সদর পুলিশ হাসপাতাল থেকে বাবা ও ছেলেকে  গ্রেপ্তার করেছে। ইলিয়াস ও রবিউলের বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে।