২ বন্দুক ও ইয়াবাসহ রোহিঙ্গা ডাকাত আটক

কক্সবাজারের টেকনাফে দুটি বন্দুক ও ইয়াবাসহ এক রোহিঙ্গা ডাকাতকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2018, 07:35 AM
Updated : 13 Sept 2018, 07:35 AM

টেকনাফ থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া বলেন, বৃহস্পতিবার ভোরে লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক জহির আহমদ (৩৫) টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদায় অনিবন্ধিত একটি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হোসেন আহমদের ছেলে।

তাকে আটকের সময় আরও ৮-১০ জন পালিয়ে গেছে বলে পুলিশের ভাষ্য।

ওসি রণজিৎ বলেন, “সংঘবদ্ধ ডাকাত দল অবস্থান করছে বলে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। টের পেয়ে ৮-১০ জন পালিয়ে গেলেও পুলিশ ধাওয়া দিয়ে জহিরকে আটক করে।

“তার কাছে পাওয়া গেছে চারটি গুলিসহ দুটি বন্দুক ও সাত হাজার ইয়াবা। জহির টেকনাফের সংঘবদ্ধ একটি ডাকাত দলের সদস্য। দলটিতে রোহিঙ্গা ও স্থানীয় অপরাধীরা জড়িত রয়েছে।”

গত বছর অগাস্টে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সংঘটিত সহিংতার পর জহির পালিয়ে এসে চিহ্নিত একটি ডাকাতদলের সঙ্গে জড়িয়ে পড়েন বলে জানান ওসি রণজিৎ।

তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলেও তিনি জানান।