সাতক্ষীরায় বজ্রপাতে ২ স্কুল ছাত্রী নিহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই স্কুল ছাত্রী নিহত হয়েছে; ‘গুরুতর’ দগ্ধ হয়েছে আরও দুজন।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2018, 04:15 PM
Updated : 12 Sept 2018, 04:15 PM

কালিগঞ্জ থানার ওসি হাসান হাফিজুর রহমান বলেন, বুধবার সন্ধ্যায় সাঁইহাটিতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাঁইহাটি গ্রামের বেল্লাল খাঁর মেয়ে বিলকিস খাতুন ও চাম্পাফুল গ্রামের আকবর আলির মেয়ে মুসলিমা খাতুন ময়না।

দগ্ধ হয়েছেন তেঁতুলিয়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে সাথী সুলতানা ও বালাপোতা গ্রামের আবদুর রহিমের মেয়ে রুবিনা আকতার। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহত সবাই স্থানীয় চাম্পাফুল এপিসি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

স্থানীয় মুরারী মোহন জানান, সন্ধ্যায় তারা বিদ্যালয়ের শিক্ষক  জগন্নাথ স্যারের বাসায় প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তারা একটি বাঁশঝাড়ের নিচে দাঁড়ায়।

“বজ্রপাতে চারজন আহত হলে গ্রামবাসী তাদের উদ্ধার করে প্রথমে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে বিলকিসের মৃত্যু হয়। এরপর দগ্ধদের সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পর মুসলিমা মারা যায়।”