শোলাকিয়ায় জঙ্গি হামলা: ৫ জনের নামে অভিযোগপত্র

কিশোরগঞ্জের শোলকিয়ায় দুই বছর আগে ঈদুল ফিতরের দিন জঙ্গি হামলায় দায়ের করা মামলায় পাঁচ জনের নামে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2018, 02:12 PM
Updated : 13 Sept 2018, 02:56 AM

বুধবার কিশোরগঞ্জ মুখ্য বিচারিক হামি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান।

বুধবার কিশোরগঞ্জ পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, অভিযোগপত্রে শোলকিয়ার ওই জঙ্গি হামলায় ২৩ জনের সম্পৃক্তার কথা উল্লেখ করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে আসামিদের মধ্যে ১৮ জন নিহত হয়। বাকি পাঁচ জন কারাগারে রয়েছে, যাদের নামে অভিযোগপত্র দেওয়া হয়।

এরা হলেন কিশোরগঞ্জের তারাপাশার আব্দুস সাত্তারের ছেলে জাহিদুল হক তানিম, গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাঘবপুর গ্রামের মাওলানা ওসমান গনি মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মৃত হোসেন আলীর ছেলে মিজানুর রহমান ওরফে বড় মিজান, গাইবান্ধার গোবিন্দগঞ্জের পান্থপাড়ার মৃত হাকিম উদ্দিন আকন্দের ছেলে আনোয়ার হোসেন এবং কুষ্টিয়ার কুমারখালীর সাদিপুর গ্রামের রেজাউল করিমের ছেলে সবুর খান হাসান।

২০১৬ সালের ৭ জুলাই ইদুল ফিতরের দিন সকালে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের অদূরে আজিম উদ্দিন হাইস্কুলের পাশে পুলিশ সদস্যদের উপর সশস্ত্র হামলা চালায় জঙ্গিরা। হামলায় পুলিশের দুই সদস্য এবং বাড়ির ভিতরে থাকা এক গৃহবধূ নিহত হন। 

এ সময় পুলিশের গুলিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র আবির রহমান নামে এক হামলাকারী জঙ্গি নিহত হয়। এছাড়া সংঘর্ষে আট পুলিশসহ তিন পথচারী গুরুতর আহত হয়।

হামলার তিনদিন পর ১০ জুলাই সন্ত্রাস বিরোধী আইনে ঘটনাস্থল থেকে আটক দুইজনসহ অজ্ঞাত সংখ্যককে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়।

পাকুন্দিয়া থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামছুদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।