সিরাজগঞ্জে মেডিকেল ছাত্রীর মামলায় প্রভাষক রিমান্ডে

সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের এক নেপালি ছাত্রীর শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার ওই কলেজের এক প্রভাষককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2018, 01:40 PM
Updated : 12 Sept 2018, 01:40 PM

বুধবার সিরাজগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ মোরশেদ আলম ওই শিক্ষককে জেল গেটে জিজ্ঞাসাবদের আদেশ দেন।

গ্রেপ্তার ডা. তুহিনুর রহমান তুহিন বেসরকারি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক।

এদিকে, অভিযোগ তদন্তে কমিটি গঠন ও প্রভাষককে সাময়িক বরখাস্ত করেছে কলেজ কর্তৃপক্ষ।

সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোর্ট পরিদর্শক আব্দুল জলিল জানান, বুধবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (অপারেশন) নুরুল ইসলাম ওই প্রভাষককে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতের আবেদন করেন আদালতে।

“শুনানি শেষে আদালত তাকে জেল গেটে জিজ্ঞাসাবদের জন্য এক দিনের হেফাজত (রিমান্ড) মঞ্জুর করে।”

পুলিশ জানায়, নেপাল থেকে পড়তে আসা এই কলেজের ৫ম বর্ষের এক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ এনে গত সোমবার সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এরপর পুলিশ ডা. তুহিনকে শহরের ধানবান্ধি মহল্লায় তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

ডা. তুহিনুর রহমান তুহিন

প্রভাষক তুহিন নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। কলেজে চাকরির পাশাপাশি সিরাজগঞ্জ শহরের মেডিনোভা ক্লিনিকে নিয়মিত রোগী দেখেন তুহিন।

মামলার অভিযোগে বলা হয়, গত শুক্রবার ছাত্রীটিকে মেডিনোভা ক্লিনিকে ডেকে নেন তুহিন। এরপর তিনি ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিলে মেয়েটি প্রতিবাদ করেন। তখন ডা. তুহিন মেয়েটিকে মারধর করেন।    

নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের অধ্যক্ষ এস এম আকরাম হোসেন বলেন, শিক্ষার্থীর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর ডা. তুহিনকে সাময়িক বরখাস্ত এবং কলেজের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

“তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ওই প্রভাষককে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।”