শাহজালালে ভর্তি ফরমের ফি বাড়ানোর প্রতিবাদ

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফরমের ফি বাড়ানোয় প্রতিবাদ-বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2018, 01:28 PM
Updated : 12 Sept 2018, 01:30 PM

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা ক্যাম্পাসে মানববন্ধনসহ বিক্ষোভ দেখান।

সব ইউনিটে ৫০ টাকা করে এই ফি বাড়ানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাযিরুল আযম বলেন, “২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফরমের দাম বাড়ানো হলে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। তখন কর্তৃপক্ষ আগামী পাঁচ বছর ফি নির্দিষ্ট রাখার কথা বলেছিল। তবু তারা এ বছর ফি বাড়াল।”

৫০ টাকা করে ফি বাড়িয়ে এ বছর ৮৫০ ও ৯৫০ টাকা করা হয়েছে।

ফি বাড়ানোর কারণ সম্পর্কে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, “মূল্যস্ফীতির কারণে ফরমের দাম বাড়ানো হয়েছে। বছর বছর সবকিছুর দাম বাড়ছে। সেই তুলনায় ৫০ টাকা কিছুই না।”