নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ ২ লাশ, পুলিশ বলছে ‘ডাকাত’

নারায়ণগঞ্জের বন্দর ও রূপগঞ্জ উপজেলায় গুলিবিদ্ধ দুইজনের লাশ উদ্ধারের খবর দিয়ে পুলিশ বলেছে, তারা ‘ডাকাত’।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2018, 07:40 AM
Updated : 11 Sept 2018, 08:18 AM

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান,মঙ্গলবার ভোরের দিকে দুই এলাকায় ‘ডাকাতদের মধ্যে গোলাগুলিতে এই দুই ডাকাত’ নিহত হনে।

নিহতদের একজন হলেন রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার আব্দুল বারেকের ছেলে ইব্রাহিম হোসেন (৪১)।

অন্যজনের নাম রাজা মিয়া (৩৫) বলে জানালেও পুলিশ তার ঠিকানা-পরিচয় বলতে পারেনি।

তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশের ভাষ্য।

বন্দর থানার ওসি একেএম শাহীন মণ্ডল বলেন, মঙ্গলবার ভোরের দিকে সোনাচরা এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।

“ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালায়। এ সময় ডাকাতদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে ডাকাত ইব্রাহিম নিহত হন।”

তার বিরুদ্ধে নরসিংদী, গাইবান্ধা ও আড়াইহাজার থানায় ৮-১০টি ডাকাতি মামলা রয়েছে বলে তিনি জানান।

ওসি শাহীন বলেন, এ ঘটনায় তাদের এসআই সাইদুল ইসলাম, এএসআই ইলিয়াছ হোসেন ও কনস্টেলব হারুন অর রশিদ আহত হলে তাদের চিকিৎসা দেওয়া হয়।

আর রাজা মিয়া নিহত হয়েছেন রূপগঞ্জ উপজেলায়।

রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, “ভোরের দিকে উপজেলার পূর্বাচল ৮ নম্বর সেক্টর এলাকায় দুই দল ডাকাত মালপত্র ভাগাভাগি নিয়ে গোলাগুলিতে লিপ্ত হয়।

“এ সময় রাজা মিয়া নামে এক ডাকাত গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

পুলিশ রাজা মিয়ার ঠিকানা-পরিচয় বলতে পারেনি।

ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মনিরুজ্জামান।

লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।