চলে গেলেন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সামাদ

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি মুক্তিযোদ্ধা পিরোজপুরের এম এ সামাদ মৃধার দাফন সম্পন্ন হয়েছে।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2018, 05:00 PM
Updated : 10 Sept 2018, 05:00 PM

সোমবার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামে পারিবারিক কবরস্থানে আসরের পর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

সামাদ মৃধার নাতি মামুন বিন সাত্তার জানান, ঢাকায় জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে অবসরপ্রাপ্ত কর্পোরাল এম এ সামাদের (৯৫) মৃত্যু হয়।

দির্ঘদিন ধরে তিনি বার্ধক্য ও হৃদরোগে ভুগছিলেন বলে মামুন জানান। 

মামুন আরও জানান, তার দাদা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং আগরতলা ষড়যন্ত্র মামলার ৮ নম্বর আসামি ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের ৯ নম্বর সাব সেক্টর কমান্ডের কমান্ডার এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

এদিকে মুক্তিযোদ্ধা সামাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামান্ডার গৌতম চৌধুরী, দি পিরোজপুর চেম্বার অব কামর্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মসিউর রহমান মহারাজসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।