মানিকগঞ্জে পূজার প্রসাদে ‘বিষক্রিয়ায়’ শিশুর মৃত্যু

মানিকগঞ্জে পূজার প্রসাদ খাওয়ার পর এক শিশুর মৃত্যু হয়েছে; অসুস্থ হয়েছে আরও ১০ শিশু।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2018, 04:07 PM
Updated : 10 Sept 2018, 04:07 PM

সোমবার হরিরামপুর উপজেলার ভেলাবাদ গ্রামে সুরভী হালদার (৬) নামের ওই শিশুর মৃত্যু হয়।

এলাকাবাসীর বরাত দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আব্দুল মালেক খান বলেন, গত শনিবার রাতে উপজেলার কাণ্ঠাপাড়া গ্রামের নদিয়া হালদারের বাড়িতে নারায়ণ পূজায় ময়দা, দুধ ও গুড় গুলিয়ে প্রসাদ তৈরি করা হয়।

“ওই প্রসাদ খাওয়ার পর বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। এদের কারো পেট ব্যথা, আবার কেউ বমি করে। সোমবার সকালে সুরভীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।”

তিনি বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ ওই শিশুর মৃত্যু হয়ে থাকতে পারে। বাকি ১০ শিশু শঙ্কামুক্ত রয়েছে।