দিনাজপুরে বাথরুমে নারীর লাশ, পুলিশের সন্দেহ হত্যা

দিনাজপুর শহরে আত্মীয়বাড়ির বাথরুম থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে; যাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2018, 07:20 AM
Updated : 10 Sept 2018, 07:20 AM

কোতোয়ালি থানার এসআই নুরেজা আক্তার জানান, সোমবার সকালে শহরের ঈদগাহ আবাসিক এলাকায় রফিকুল ইসলাম মিয়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করেন তারা।

নিহত মনিরা খাতুন (৩৮) রফিকুলের শ্যালিকা। আর জেলার বীরগঞ্জ উপজেলার শিতলাই গ্রামের গোলাম আযমের স্ত্রী।

এসআই নুরেজা পরিবারের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারিবারিক বিরোধের জেরে মনিরা সপ্তাহ খানেক আগে ভগ্নিপতির বাড়িতে আসেন।

“এদিকে রোববার বোচাগঞ্জ উপজেলায় রফিকুলের এক আত্মীয় মারা যান। পরিবারের অন্যরা সেখানে যান। বাড়ি থাকেন শুধু মনিরা ও তার ভাগনে দশম শ্রেণির ছাত্র পুলক। সোমবার সকালে পুলক ঘর থেকে বের হতে গিয়ে দেখে দরজা বাইরে থেকে বন্ধ। পরে প্রতিবেশীদের সহায়তায় বের হয়। তখন তারা বাথরুমে মনিরার লাশ পড়ে থাকতে দেখেন।”

লাশের জিহব্বা বের হয়ে ছিল জানিয়ে এসআই নুরেজা বলেন, “এছাড়া তার গলায় কালো দাগ রয়েছে। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।”

লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।