খুলনায় ‘নকল’ ব্যাটারি প্রস্তুতকারী চক্রের সন্ধান, আটক ৪

খুলনা নগরীতে নকল ব্যাটারি প্রস্তুতকারী চক্রের সদস্য সন্দেহে চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এছাড়া দুই চীনা নাগরিককে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2018, 04:07 PM
Updated : 9 Sept 2018, 04:13 PM

রোববার সন্ধ্যায় সোনাডাঙ্গা মজিদ সরণিতে একটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয় বলে সোনাডাঙ্গা মডেল থানার ওসি মমতাজুল হক জানান।

তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি বলেন, অভিযানের সময় ছয়টি নকল ব্যাটারি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজন চায়না নাগরিককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দুইপক্ষের বক্তব্য শোনা হচ্ছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

‘ফ্রেস ট্রেড বিডি’র লোগো নকল করে এই চক্রটি ব্যাটারি তৈরি করে সোনাডাঙ্গায় ‘এ আর এন্টারপ্রাইজ’ নামে বাজারজাত করছে বলে অভিযোগ রয়েছে।

ফ্রেস ট্রেড বিডি লিমিটেডের মালিক ফজলুল করিম বলেন, “অনেক দিন ধরে আমার প্রতিষ্ঠানের নাম ও লোগো ব্যবহার করে এই প্রতারক চক্রটি চীনা নাগরিকদের সাহায্যে নকল ব্যাটারি প্রস্তুত করে বাজারজাত করছে।”

দেশের বিভিন্ন স্থানে এসব নকল ব্যাটারি বিক্রি করা হচ্ছে দাবি কলে তিনি বলেন, “বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে এ চক্রটিকে পাওয়া গেছে। তারা আমার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার চেষ্টাসহ সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে।”

এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।