সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2018, 06:14 PM
Updated : 9 Sept 2018, 03:26 AM

শনিবার রাত ১১টার দিকে ইউনিয়নের বেলেডাঙ্গা বাজারে এ হত্যাকাণ্ড ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার কাজী মইনউদ্দিন জানান।

নিহত কে এম মোশাররফ হোসেন (৪৭) ওই এলাকার সইল উদ্দিন কাগুজীর ছেলে। জাতীয় পার্টির (এরশাদ) লাঙ্গল প্রতীক নিয়ে তিনি কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে কালীগঞ্জ সার্কেল এর সহকারী পুলিশ সুপার ইয়াসিন আলী বলেন, রাতে মোশারফ কৃষ্ণনগর যুবলীগ কার্যালয়ে বসে কথা বলছিলেন। এ  সময় মোটরসাইকেলে করে এসে ছয় যুবক তাকে গুলি করে, কুপিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মোশারফকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মহসিন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালে নিয়ে আসার পথেই মশাররফ হোসেনের মৃত্যু হয়। তার মাথার দুই জায়গায় গুলি গেলেছে। হাতেও ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।

কৃষ্ণনগর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য শ্যামলী অধিকারী জানান,মোশাররফ হোসেন দুইবার এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনটি মেয়ে রয়েছে তার।  

সহকারী পুলিশ সুপার ইয়াসিন আলী বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে রাতে কাউকে আটক করা যায়নি।