বুড়িগঙ্গায় নৌকাডুবি: মিলেছে বোনের লাশ, ভাই নিখোঁজ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবে নিখোঁজ ভাই-বোনের মধ্যে বোনের লাশ পাওয়া গেছে। ভাই এখনও নিখোঁ রয়েছে।

কেরানীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2018, 06:00 PM
Updated : 8 Sept 2018, 06:00 PM

শনিবার শ্যামবাজার লালকুঠি এলাকায় বুড়িগঙ্গা নদীতে মেয়েটির ভাসমান লাশ পাওয়া যায় বলে জানিয়েছেন সদরঘাট নৌ পুলিশের এস আই রেজাউল করিম।

মৃত সুমি গাজী (১৮) বরিশালের হিজলা উপজেলার ঘোষেরচর গ্রামের সুমিত গাজীর মেয়ে। এখনও নিখোঁজ রয়েছে সুমির ভাই রবিউল গাজী (৭)।

এসআই রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে স্থানীয়রা বুড়িগঙ্গায় লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করলে স্বজনরা এসে লাশ শনাক্ত করেন। 

পরিবারের সঙ্গে কেরানীগঞ্জে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন তারা।

শুক্রবার বিকাল ৫টার দিকে আত্মীয়ের বাসা থেকে বরিশালের উদ্দেশে বের হন সুমিত গাজীর স্ত্রী হাওয়া বেগম (৪০), বড় ছেলে ইমরান (১৫), ছোট ছেলে রবিউল ও মেয়ে সুমি খাতুন।

সন্ধ্যায় তেলঘাট থেকে লঞ্চ ধরতে সদরঘাটে যাওয়ার পথে সদরঘাট লঞ্চ টার্মিনালের ছয় নম্বর পন্টুন বরাবর নৌকাডুবি হলে সুমি ও রবিউল নিখোঁজ হয়।  

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও নৌ পুলিশ তল্লাশি শুরু করে। রাত ১১টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে কোনো সন্ধান না পেয়ে অভিযান সমাপ্ত করা হয়।