ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তের ওপারে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2018, 02:36 PM
Updated : 8 Sept 2018, 02:36 PM

শনিবার বিএসএফের সেনামতি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে বলে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান।

আটক জারমান আলী (৪০) ওই উপজেলার ফতেপুর গ্রামের কাইমউদ্দিনের ছেলে।

মেজর জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার ভোরে জারমান আলীসহ গরু পারাপারকারী কয়েকজন সদস্য রত্নাই সীমান্তের ৩৮৩ নম্বর মেইন পিলারের তিন নম্বর সাব পিলার এলাকা দিয়ে শুক্রবার দিবাগত রাতে অবৈধভাবে সীমানা পার হয়ে ভারতে গরু আনতে যায়।

বিএসএফ সদস্যরা বিষয়টি জানতে পেরে ধাওয়া করলে অন্য সদস্যরা পালিয়ে গেলেও জারমান আলী আটক হন বলে তিনি জানান।

তিনি বলেন, শনিবার দুপুরে ওই সীমান্ত এলাকায় বিএসএফ ও বিজিবির মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

“বৈঠকে বিজিবির পক্ষ থেকে আটক জারমান আলীকে ফেরত চাওয়া হলে বিএসএফ কমান্ডারের দাবি, আটক ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তাই তাকে ভারতীয় থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”