৩ মাস পর বড়পুকুরিয়ায় কয়লা তোলা শুরু

প্রায় তিন মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2018, 10:24 AM
Updated : 8 Sept 2018, 10:30 AM

খনির ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত সাড়ে ৫০০ মেট্রিকটন কয়লা উত্তোলন করা হয়েছে।

“সন্ধ্যার মধ্যে এক হাজার টন উত্তোলন সম্ভব হবে। এটি পরীক্ষামূলক। উত্তোলন পর্যায়ক্রমে বাড়তে থাকবে। সব ঠিক থাকলে ১৫ দিনের মধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে বলে আশা করছি।”

গত ১৫ জুন খনির ১২১০ নম্বর ফেজে কয়লার মজুদ শেষ হওয়ায় উত্তোলন বন্ধ হয়ে যায়। এদিকে উত্তোলিত কয়লার মজুদও শেষ হওয়ায় বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ৫২৫ মেগাওয়াট ক্ষমতার তিনটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন ২২ জুলাই থেকে বন্ধ।

উত্তোলিত কয়লার মজুদ শেষ হলেও উৎপাদন শুরু না হওয়ায় গোপনে কয়লা বিক্রির অভিযোগও ওঠে। পরে ঘটনা তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন।