চাঁপাইনবাবগঞ্জে জাল মুদ্রাসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা, রুপি ও তৈরির সারঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2018, 03:15 AM
Updated : 8 Sept 2018, 03:15 AM

র‌্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালান তারা।

গ্রেপ্তার মো. রুবেল (২৪) পৌর এলাকার জোরবাগান মহল্লার মো. আকবর আলীর ছেলে। গোদাগাড়ী ডিগ্রি কলেজের বিএ (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র তিনি।

র‌্যাব কর্মকর্তা সাঈদ বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে ভারতীয় জাল রুপি তৈরি করছে এমন খবর পেয়ে তাদের ধরতে গত কয়েক মাস ধরে গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিলেন র‌্যাব সদস্যরা।

“শুক্রবার বিকেলে টিকরামপুর মধ্যপাড়ার নূরুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় জাল রুপি, টাকা ও তৈরির সারঞ্জাম উদ্ধার করা হয়।”

গ্রেপ্তার রুবেল সাংবাদিকদের জানান, প্রতি লাখে পাঁচ হাজার টাকা কমিশনের ভিত্তিতে তিনি এখানে জাল মুদ্রা তৈরির কাজ করতেন।

“কয়েক মাসে ৫০ লাখ ভারতীয় জাল রুপি তৈরি করে দরদুজ্জামান বিশ্বাস নামে রাজশাহীর এক ব্যক্তিকে দিয়েছি।”