শেরপুরে কঙ্কাল চুরির অভিযোগ

শেরপুরের শ্রীবরদী উপজেলায় কবর থেকে সাতটি কঙ্কাল চুরির অভিযোগ পাওয়া গেছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2018, 03:12 PM
Updated : 7 Sept 2018, 03:12 PM

উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুরুয়া ভাটিপাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে চুরির এ ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানান।

ওই গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য ফরিদ মিয়া বলেন, বৃহস্পতিবার রাতে তাদের গ্রামের কবর থেকে এসব কঙ্কাল চুরি হয়।

“শুক্রবার সকালে স্থানীয়দের নজরে পড়ে সাতটি কবর খোঁড়া হয়েছে। সেখানে কঙ্কাল নেই। এ ঘটনায় এলাকায় কঙ্কাল চুরির আতঙ্ক দেখা দিয়েছে।

“কবরের পাশের পুকুরপাড়ে একটি লুঙ্গি, সাবান, সেন্ট ইত্যাদি পাওয়া গেছে। এতে ধারণা করছি স্থানীয় একটি চক্রের সহায়তায় দূর থেকে আসা চোর কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে।”

কবরস্থানটি ওই গ্রামের পাঁচ দোয়ারি জামে মসজিদের পাশে।

মসজিদের সভাপতি এরশাদ আলী বলেন, ১০ শতাংশ জমিতে প্রায় ৫০ বছর আগে কবরস্থানটি করা হয়। এলাকার কেউ মারা গেলে এখানে দাফন করা হয়।

তবে এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি।

শ্রীবরদী থানার ওসি রুহুল আমীন তালুকদার বলেন, “অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”