ঝিনাইদহে তালা ভেঙে যুবক উদ্ধার, ২ এনজিওকর্মী আটক

ঝিনাইদহে এক ব্যক্তিকে তালাবদ্ধ করে রাখার অভিযোগে দুই এনজিওকর্মীকে আটক করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2018, 10:40 AM
Updated : 7 Sept 2018, 10:40 AM

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, শুক্রবার সকালে জেলা শহরের পবহাটি এলাকার একটি নির্মাণাধীন বাড়ি থেকে ওই যুবককে উদ্ধারের পর দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন স্থানীয় ‘সৃজনী বাংলাদেশ’ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী লাবু ও তোহিদ।

পুলিশ কর্মকর্তা মিলু মিয়া বলেন, সৃজনী বাংলাদেশের নির্মাণাধীন বাড়ির ভেতর থেকে আরিফ হোসাইন নামে এক যুবকের চিৎকার শুনে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ঘরের তালা ভেঙে তাকে উদ্ধার করে।

আরিফ মহেশপুর উপজেলার গৌরীনাথপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

আরিফ অভিযোগ করেন, তিনি ঢাকায় এক ব্যক্তির সঙ্গে সৃজনী বাংলাদেশের পরিচালক হারুন অর রশিদকে পরিচয় করিয়ে দেন।

“ওই ব্যক্তির মাধ্যমে হারুন বিদেশিদের সঙ্গে লেনদেন করেন। বিদেশিরা প্রতারণার মাধ্যমে টাকা নিয়ে পালিয়ে যায়। পরে গত ২৬ অগাস্ট ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড় থেকে আমাকে তুলে আনেন হারুনের ছেলে তামিম। সেই থেকে আমাকে তারা প্রথমে একটি গুদাম ঘরে ও পরে নির্মাণাধীন বাড়িতে আটক রাখে। আমাকে মারধর করা হয় এবং কয়েকটি স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়।”

তবে হারুন অর রশিদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, আরিফ কয়েকটি প্রজেক্ট পাস করিয়ে দেবেন বলে টাকা নেন। কিন্তু তিনি কোনো প্রজেক্ট পাস করাননি। পাওনা টাকা আদায়ের জন্য তাকে অফিসে ডেকে আনা হয়। আটকে রাখার অভিযোগ মিথ্যা।”

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে পুলিশ কর্মকর্তা মিলু মিয়া বলেন, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।