খুলনায় হত্যার দায়ে ১০ জনের যাবজ্জীবন

খুলনায় এক কলেজছাত্রকে হত্যার দায়ে ১০ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2018, 09:33 AM
Updated : 6 Sept 2018, 11:55 AM

বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাদের আরও এক বছর কারাগারে থাকতে হবে।

সাজাপ্রাপ্তরা হলেন জেলার তেরখাদা উপজেলার কুমিরডাঙ্গা গ্রামের পূর্বপাড়ার নবির হোসেন, তবিবুর রহমান, আকা মিয়া শেখ, খাঁজা মিয়া, বুলু মিয়া, অসিকার শেখ, চাঁন মিয়া শেখ, মনির শেখ, এহিয়া ও কামাল শেখ।

রায় ঘোষণার সময় তারা আদালতের কাঠগড়ায় ছিলেন।

এছাড়া আসামি সুলতান আহমেদ ও আব্বাসুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দিয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক মামলার নথির বরাতে বলেন, ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর কুমিরডাঙ্গা গ্রামের পূর্বপাড়ায় জোহরের নামাজের সময় শিশুরা মসজিদের বাইরে হট্টগোল করছিল। হট্টগোল থামাতে গেলে দ্বন্দ্ব বাধে। এর জেরে কলেজছাত্র শেখ বদরুদ্দোজাকে পিটিয়ে হত্যা করা হয়।

বদরুদ্দোজা তেরখাদা বঙ্গবন্ধু কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

হত্যাকাণ্ডে ঘটনায় তার ভাই শেখ আসাদুজ্জামান ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। তেরখাদা থানার এসআই মিজানুর রহমান আদালতে সবার বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

আইনজীবী এনামুল আরও বলেন, এছাড়া হত্যামামলার বাদী শেখ আসাদুজ্জামানসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল একই ঘটনায়। আদালত এ মামলার সব আসামিকে খালাস দিয়েছে।