উত্তাল পদ্মা: শিমুলিয়া-কাঁঠালবাড়ি পথে লঞ্চ ও স্পিডবোট বন্ধ

পদ্মায় প্রচণ্ড ঢেউয়ের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ হয়ে গেছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2018, 08:12 AM
Updated : 6 Sept 2018, 08:12 AM

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এ পথে লঞ্চ ও স্পিডবোট দিয়ে পরাপার বন্ধ রয়েছে বলে বিআইডব্লিউটিসির এজিএম খন্দকার শাহ খালেদ নেওয়াজ জানান।

পদ্মায় তীব্র স্রোত ও প্রচণ্ড ঢেউয়ের কারণে ঝুঁকি এড়াতে এ সিন্ধান্ত নেওয়া হয়েছে বলে আইডব্লিউটিসির এ কর্মকর্তা জানান। 

এদিকে বৈরি আবহাওয়ার পাশাপাশি নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচলও ব্যাহত হচ্ছে বলে জানান খালেদ।

তিনি বলেন, “একদিকে নাব্যতা সংকটে দীর্ঘদিন ধরে এ রুটে ফেরিগুলো স্বাভাবিকভাবে চলতে পারছে না; তার ওপর ফেরিগুলো ফুল লোডও করা যাচ্ছে না। ধারণ ক্ষমতার চেয়ে অনেক কম লোড নিয়ে চলাচল করায় পারাপারে ২০ থেকে ২৫ মিনিট অতিরিক্ত সময় লাগছে।”

১৭টি ফেরির মধ্যে ১১টি ফেরি দিয়ে এখন পারাপার কারানো হচ্ছে উল্লেখ করে আইডব্লিউটিসির এ কর্মকর্তা বলেন, লঞ্চ ও স্পিডবোড বন্ধ থাকায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথের যাত্রীরা ফেরিতে ভিড় করছে। আর পারাপার ব্যাহত হওয়ায় গাড়ির জট সৃষ্টি হয়েছে শিমুলিয়া ঘাট এলাকায়।

বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত শিমুলিয়া ঘাটে তিন শতাধিক গাড়ি পারাপারে অপেক্ষায় ছিল বলে খালেদ জানন।