বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত

বগুড়ায় কথিত বন্দুকযুদ্ধে পুলিশের গুলিতে এগারো মামলার এক আসামি নিহত হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2018, 05:10 AM
Updated : 6 Sept 2018, 05:10 AM

শহরতলীর মাটিডালী পল্লীমঙ্গল চৌরাস্তায় বুধবার রাত আড়াইটার দিকে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান।

নিহত আপন (৩২) সদর উপজেলার কর্ণপুর এলাকার নুর হোসেন খন্দকারের ছেলে। তার নামে সদর থানায় পাঁচটি অস্ত্র মামলাসহ ১১টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। 

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মাটিডালী সেতুর কাছে একদল সন্ত্রাসীর জড়ো হওয়ার খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি করে।

“এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থলে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

গোলাগুলির সময় তিন পুলিশ সদস্য আহত হলে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে এ পুলিশ কর্মকর্তার ভাষ্য। 

এছাড়া ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি ও বার্মিজ ছুরি জব্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।