সিলেটে বনরক্ষী-গ্রামবাসী সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

সিলেটে রাতারগুল বনের পাশের ‘দখল’ হওয়া জমি উদ্ধারকালে বনরক্ষীদের গুলিতে তিন গ্রামবাসীসহ ছয়জন আহত হয়েছেন।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2018, 02:36 PM
Updated : 5 Sept 2018, 02:36 PM

জেলার গোয়াইনঘাট থানার ওসি আব্দুল জলিল জানান, বুধবার দুপুরে বনের পাশে মহেশখেড় এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন (৪৮), বনরক্ষী শুভ্র আহমদ (৩১), আক্কাস য়ালী (৩২), মহেশখেড় এলাকার বাসিন্দা আলিম উদ্দিন (২৫), আবদুন নূর (২৫) ও আরিফ উদ্দিন (২২)।

আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে সাদ উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক জলে জানিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা মুনিরুল ইসলাম।

মুনিরুল বলেন, সম্প্রতি রাতারগুল বনের দুই পাশের দখল হয়ে যাওয়া ২০১ একর জায়গা উদ্ধার করে বন বিভাগ। এসব জায়গায় বনায়নের উদ্যোগ নেওয়া হয়। বনের পাশে মহেশখেড় এলাকায় ১৩১ একর জমিতে মঙ্গলবার সকালে বন বিভাগের ৪৫ জন শ্রমিক ১০ হাজার মুর্তা বেতের গাছ লাগান।

“এরপর স্থানীয় কিছু প্রভাবশালী লোক দলবল নিয়ে এসব গাছের চারা উপড়ে ফেলে। বুধবার এ জায়গা পুনরুদ্ধারে স্থানীয় ভূমি প্রশাসন ও পুলিশ নিয়ে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা চারা রোপণ শুরু করলে দখলদারদের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে বনবিভাগের কর্মকর্তাদের ওপর হামলা চালায়।

“হামলায় মাথায় আঘাত পাওয়া সাদ উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক।”

গুলির বিষয়ে ওসি জলিল বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বনরক্ষীরা ফাঁকা গুলি ছুড়লে তিন গ্রামবাসী আহত হন। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।”

এ ঘটনায় বনবিভাগের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।