নারায়ণগঞ্জে শিশু হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের স্কুলছাত্র আরাফাত হোসেন সিয়াম হত্যার আলোচিত মামলায় তিনজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2018, 01:56 PM
Updated : 4 Sept 2018, 01:56 PM

নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান মঙ্গলবার পাঁচ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

একই সঙ্গে মামলার আরেকটি ধারায় প্রত্যেক আসামিকে লাশ গুম করার দায়ে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা না দিলে তাদের আরো ছয় মাস কারাগারে থাকতে হবে।

দণ্ডপ্রাপ্তরা হলেন মেহেদী মণ্ডল (১৯), আসলাম (৪৫) ও আব্দুল হালিম (৩৪)। তাদের সবার বাড়ি নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায়।

রায় ঘোষণার সময় মেহেদী ও হালিম আদালতে ছিলেন। আসলাম জামিনের পর থেকে পলাতক রয়েছেন।

এছাড়া এ মামলার তিন আসামি ফারুক মণ্ডল, তার স্ত্রী মেরিনা ও চাচাত ভাই বিপ্লবকে আদালত বেকসুর খালাস দিয়েছে। তারা রায় ঘোষণার সময় আদালতে ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকন মামলার নথির বরাতে বলেন, ২০১৩ সালের ২২ নভেম্বর সন্ধ্যায় মাসদাইর এলাকায় কবুতর বেচাকেনাকে কেন্দ্র করে আদর্শ স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র আরাফাত হোসেন সিয়ামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পুলিশ ২০১৫ সালের ২৪ মার্চ আদালতে অভিযোগপত্র দেয়। আদালত ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেছেন।

তবে বাদীপক্ষ এই রায়ে খুশি না। তারা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী ওয়াজেদ আলী খোকন। বাদীপক্ষে ছিলেন খোকন সাহা। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন মো. সুলতানুজ্জামান।