ফেনীতে হাতবোমাসহ গ্রেপ্তার ৪

ফেনী শহরে ১৪টি ককটেল ও বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2018, 06:25 AM
Updated : 4 Sept 2018, 06:25 AM

শহরের পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সংলগ্ন কমিশনার মেস থেকে সোমবার বিকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে ফেনী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি হারুনুর রশিদ জানান।

গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার ফতেহপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো.আরিফুর রহমান ভুঁইয়া, দেবীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম ও নোয়াবাদ গ্রামের সোলায়মানের ছেলে মো. দেলোয়ার হোসেন ও সুলতানপুর এলাকার আহসান উল্লার ছেলে জসিম উদ্দিন।

ওসি হারুন বলেন, “গোপন খবরে কমিশনার মেসের ৯ নম্বর রান্না ঘরে পুলিশ অভিযান চালিয়ে ১৪টি তাজা হাতবোমা, ১০০ গ্রাম গান পাউডার, ২০০ গ্রাম ছোট পেরেক, পাঁচটি লাল রংয়ের কস্টেপ, তিনটি খালি টিনের কোটা, ব্লেডের ১০টি ভাঙা অংশ ও ভাঙা কাঁচের কিছু টুকরা উদ্ধার করা হয়।”

এ সময় আরিফুর, জাহাঙ্গীর ও দেলোয়ারকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে রাতে শহরের সুলতানপুর থেকে জসিমকে আটক করা হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

এ ঘটনায় নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।