কক্সবাজারে ৩টি ওয়ার্ডে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

কক্সবাজারের একটি পৌর ওয়ার্ড ও দুইটি ইউনিয়ন পরিষদ ওয়ার্ডের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2018, 03:19 PM
Updated : 3 Sept 2018, 03:19 PM

সোমবার জেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হোসেন তফসিল ঘোষণা করেন।

এরমধ্যে রয়েছে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এবং রামু উপজেলার জোয়ারিয়ারনালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড।

মোজাম্মেল হোসেন বলেন, আগামী ৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়া ও ১৭ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। প্রার্থিতা বাছাই হবে ১০ সেপ্টেম্বর।

সবকিছু ঠিক থাকলে আগামী ৩ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

এসব এলাকার জনপ্রতিনিধি মারা যাওয়ায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

মাদকবিরোধী অভিযানের শুরুর দিকে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন একই উপজেলার সাবরাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আকতার কামাল।

রামু উপজেলার জোয়ারিয়ারনালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য হাজী সোলেমান (৫৮) শারীরিক অসুস্থতার কারণে ৫/৬ মাস আগে মারা যান।