জয়পুরহাটে প্রায় সাড়ে ২২ কোটি টাকার মাদক ধ্বংস

জয়পুরহাটে আটক প্রায় সাড়ে ২২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2018, 09:28 AM
Updated : 3 Sept 2018, 09:28 AM

সোমবার বেলা ১২টার দিকে জয়পুরহাটে বিজিবি ২০ ব্যাটালিয়নের সদর দপ্তর চত্বরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার আনিসুর রহমান বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে ভারত থেকে আসা প্রায় সাড়ে ২২ কোটি টাকার মাদকদ্রব্য আটক করা হয়েছে বিভিন্ন সময়।

“এর মধ্যে রয়েছে ফেনসিডিল, মদ, গাঁজা, পেথিডিন, অ্যাম্পুল প্রভৃতি। যুবসমাজকে মাদক থেকে মুক্ত রাখার জন্য আটকের পর এসব ধ্বংস করা হয়।”

বিজিবির ২০ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ মো. আনিসুল হক, জয়পুরহাটের নির্বাহী ম্যজিস্ট্রেট শাহরিয়ার হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর ইসলাম, দিনাজপুরের হিলি স্থল বন্দরের শুল্ক কর্মকর্তা সাকের আহম্মেদ অনুষ্ঠানে ছিলেন।

তারা তাদের ব্ক্তব্যে মাদক থেকে মুক্ত থাকতে সরকারের চেষ্টার পাশাপাশি, অভিভাবক, সুশীল সমাজসহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজিনৈতিক নেতৃবৃন্দকে সচেতন থাকার আহ্বান জানান।