রংপুরে ধানক্ষেতে রং মিস্ত্রীর লাশ

রংপুর শহরে একটি ধানক্ষেত থকে এক রং মিস্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2018, 07:10 AM
Updated : 3 Sept 2018, 07:10 AM

সোমবার সকাল ১০টায় নগরীর দশ নম্বর ওয়ার্ডের পূর্ব গিলাবাড়ি চাঁদেরহাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে রংপুর কোতোয়ালি থানার ওমি মুক্তারুল আলম জানান।

নিহত মজমুল হক (২৫) ওই ওয়ার্ডের জগদীশপুর এলাকার আব্দুর রহমানের ছেলে।

ওসি মুক্তারুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাড়ি থেকে আনুমানিক এক হাজার গজ দূরে একটি ধান খেতে মজমুলের লাশ পড়ে ছিল। তার হাতে আঘাতের চিহ্ন রয়েছে; মুখে দিয়ে ফেনা বের হচ্ছিল।

“দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।” বলেন এ পুলিশ কর্মকর্তা।

নিহতের বাবা আব্দুর রহমান বলেন, তার ছেলে রং মিস্ত্রির কাজ করত। রোববার রাতে খাওয়ার পর নিজের ঘরে ঘুমাতে যায় মজমুল। সকালে তাকে ঘরে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখঁজি করেও কোনো হদিস মেলেনি।

পরে স্থানীয়দের কাছে তারা মজমুলের লাশ উদ্ধারের খবর পান বলে জানান আবদুর রহমান।  

লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।