কক্সবাজারে ৩ রোহিঙ্গাকে ‘হত্যাচেষ্টার সময়’ উদ্ধার

কক্সবাজারে ছয় রোহিঙ্গা অপহৃত হওয়ার পর তাদের মধ্যে তিনজনকে হত্যাচেষ্টার সময় উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2018, 06:57 AM
Updated : 3 Sept 2018, 07:16 AM

টেকনাফ থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া বলেন, সোমবার সকাল ৯টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

তারা হলেন উখিয়ার বালুখালী ক্যাম্পের ছৈয়দ হোসেনের ছেলে নূর আলম (৪৫), কুতুপালং ক্যাম্পের ডি-ব্লকের মোহাম্মদ সালেক (২৫) এবং ই-ব্লকের মোহাম্মদ আনোয়ার (৩৩)।

ওসি রণজিৎ বলেন, রোববার রাতে উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে ছয় রোহিঙ্গা অপহৃত হন। সকালে চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় অপহৃতদের রাখা হয়েছে বলে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।

“পুলিশ তিনজনকে গলা কেটে হত্যার চেষ্টা করার সময় উদ্ধার করে। অপহরণকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।”

উদ্ধার হওয়া তিনজনের মধ্যে একজনকে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের একটি ক্লিনিকে আর দুইজনকে উখিয়ার কুতুপালং ক্যাম্প সংলগ্ন রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি রণজিৎ।

তবে এ হত্যাচেষ্টার পেছনে কারা বা কিসের দ্বন্দ্ব রয়েছে সে সম্পর্কে পুলিশ কিছু বলতে পারেনি।

ওসি রণজিৎ বলেন, পুলিশ ঘটনা তদন্ত করছে। অপহৃত অন্য তিনজনকে উদ্ধারেও পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। তদন্ত শেষে বলা যাব কি হয়েছে।