মাগুরায় গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

মাগুরার মহম্মদপুর উপজেলায় খালের পানিতে পাট পচানোকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2018, 03:48 PM
Updated : 2 Sept 2018, 03:48 PM

রোববার দীঘা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে মিজানুর রহমান (৫০), সাবুদ্দিন (৪৯), নয়ন শেখ (২০), আরিফুল (১৮), বাচ্চু মোল্যা (৪০), লিয়াকত (৪০), তৈয়ব শেখ (৫৫), সোহেল শেখ (৩০), সালাম শেখ (৬৫), মুসা (৩৫), সবির শেখ (৩০), মনোমিয়া (৬৫), শিল্পী (২৫), ইস্তাক (৩৫), মুকুল (৪০), সফরা (৬০), আজিজার (৬০), নার্গিস (৩৫), আহম্মদ (৫০), আশরাফুল (৩৬), হেলালকে (১৬) মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

মহম্মদপুর থানার ওসি তারীকুল ইসলাম বলেন, ওই গ্রামের নাড়িয়া খালে পচানো পাটের মালিকানা নিয়ে আহম্মদ ও সাহাবুদ্দিন নামে দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এঘটনায় এখনও কেউ মামলা করেনি।