টাঙ্গাইলে সংঘর্ষে পুলিশসহ আহত ২০

টাঙ্গাইলের গোপালপুরে আসামি ধরাকে কেন্দ্র করে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2018, 03:27 PM
Updated : 2 Sept 2018, 03:28 PM

রোববার গোপালপুর পৌর এলাকায় এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুই পুলিশ সদস্যকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের নাম জানা যায়নি।

গোপালপুর থানার ওসি হাসান আল মামুন বলেন, ইয়াবা বিক্রির অভিযোগে আটক এক আসামির মুক্তির জন্য এলাকাবাসী যানবাহন ভাংচুর ও পুলিশের উপর হামলা করে।

“উত্তেজিত জনতা গোপালপুর পৌর এলাকায় ছড়িয়ে পরে বেশকিছু গাড়ি ভাঙ্গচুর ও সড়ক অবরোধ করে। এ সময় পুলিশের সাথে তাদের ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ২৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে জানান তিনি।

পুলিশের উপর হামলার অভিযোগে ঘটনাস্থল থেকে সুমন ও সোহেল নামে দুইজনকে আটক করা হয়েছে বলেও ওসি জানান।

গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা বলেন, শনিবার রাতে গোপালপুর পৌর এলাকার কোনাবাড়ী আবঙ্গী থেকে মাদক বিক্রির অভিযোগে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে ধরে থানায় নিয়ে যায় পুলিশ।

“রোববার সকালে তার পরিবারের সদস্যরা গোপালপুর থানায় শফিকুলের সঙ্গে দেখা করতে এলে পুলিশের সাথে তার পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়। এই ঘটনা ছড়িয়ে পরলে স্থানীয় নারী-পুরুষরা গোপালপুর থানা ঘেরাও করে।”

আটক শফিকুল ‘নিরীহ’ মানুষ। মিথ্যা অভিযোগে তাকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন মেয়র রকিবুল।